বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৫

দিল্লির লাল কেল্লা দখলের হুমকি পাকিস্তানের!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা দখলের হুমকি দিয়েছেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান। বৃহস্পতিবার এক টুইটবার্তায় তিনি এ হুমকি দেন বলে শনিবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে কাশ্মীর নিয়ে সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

ভিভিওতে তিনি বলেন, ‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না...পাকিস্তান কাশ্মীরকে চায় না...এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

কাশ্মীর নিয়ে শহীদ আফ্রিদির এই ভিডিও ভাইরাল হওয়ার পর গর্জে ওঠেন পাক মন্ত্রীরা।

তবে আফ্রিদির বক্তব্য, তার বক্তব্যের ভুল ব্যাখা করেছে ভারতীয় মিডিয়া। তার দাবি, ‘কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। ভারত জোর করে ওই রাজ্য দখল করেছে। কাশ্মীর পাকিস্তানেরই।’

এই বিভাগের আরো খবর