বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৪

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন খোরশেদ আলম

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. খোরশেদ আলম ঢাকা রেঞ্জের ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (বিপিএম) মহোদয় এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্স মিটিংয়ে তিনি এ সম্মাননায় ভূষিত হন। 

এ ব্যাপারে মো. খোরশেদ আলম বলেন, সাধারণ মানুষের কল্যাণের মনোভাব নিয়ে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলা সমাধানে সফলভাবে কাজ করা, সর্বোপরি সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে একাগ্রভাবে কাজ করে যাওয়ার প্রতিদানস্বরূপ অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশের অহংকার, ঢাকা রেঞ্জের আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম মহোদয়ের কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে আরো সফলভাবে কাজ করার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।

সোনারগাঁ থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমকে অভিনন্দন এবং তার উত্তোরোত্তর সফলতা কামনা করেছেন।

এই বিভাগের আরো খবর