ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

শুক্রবার   ০৪ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৮ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৬

রাজধানীতে ৫০ কোটি মূল্যের জাল স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২  

৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। রাজধানীর রূপনগর ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) এবং মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।

তাদের কাছ থেকে ১০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোট ফি এবং ১০০ টাকা মূল্যমানের নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এগুলো প্রায় ৫০ কোটি টাকা সমমূল্যের স্ট্যাম্প। এছাড়া ২০ লাখ টাকার সরঞ্জামাদি জব্দ করা হয়।       

সোমবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৩০ অক্টোবর) রাতে ঢাকার রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ নম্বরে অভিযান চালায় র‌্যাব।
আটকরা জাল স্ট্যাম্প, বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প প্রস্তুত এবং সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানান র‍্যাব-১০ এর অধিনায়ক।


তিনি বলেন, তারা প্রায় ছয় মাসের বেশি সময় ধরে জাল স্ট্যাম্প তৈরি করে দেশের বিভিন্ন স্ট্যাম্প বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

এই বিভাগের আরো খবর