ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭১

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ঔষুধের দোকানে জরিমানা

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

নওগাঁয় ঔষুধের দোকানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পার-নওগাঁ রজাকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন।
 
মির্জা ইমাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের পার-নওগাঁ রজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘হক মেডিক্যাল স্টোর’ নামে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৯টি টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে হক মেডিক্যাল স্টোরের মালিক একরামুল হক বকুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরো খবর