বুধবার   ৩১ মে ২০২৩   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০   ১১ জ্বিলকদ ১৪৪৪

তরুণ কণ্ঠ|Torunkantho
৬২

আদালতে হাজিরা দিলেন পরীমনি

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১২ মে ২০২২  

মাদক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (১২ মে) সকাল সোয়া ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি।জানা গেছে, এ দিন আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এর আগে গত ২৯ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সেদিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১ মার্চ। বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। গত বছরের ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

ওই বছর ৩১ আগস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। পরদিন ২৭ দিন কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তিপান এ নায়িকা। 

এই বিভাগের আরো খবর