বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬০১

মোটরসাইকেলের পিছনে মা, ফিরে দেখেন বাসের নিচে

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

 

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের চাপায় সখিনা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে ৩টায় ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ওই বাসটি জব্দ করেছে তেজগাঁও থানা পুলিশ।

পরিবারের লোকজন জানান, আজ দুপুরে মেয়ের বাসায় দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে খিলক্ষেত এলাকার নিজেদের বাসায় ফিরছিলেন সখিনা। ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে পৌঁছালে তিন নম্বর রুটের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইকের পেছন থেকে সখিনা বেগম পড়ে যান। পরে বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম-উর-রশিদ তালুকদার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পরে বাসচালককে আটক করা হয়েছে। এ দুর্ঘটনার পরে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওসি আরো জানান, বিকেল পৌনে ৩টার দিকে দ্রুত গতিতে আসা বাসটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। এ সময় বাসের হেলপার পালিয়ে গেলেও বাসের চালককে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ মে সকালে ফার্মগেট গোলচত্বরে স্বাধীন পরিবহনের একটি বাসের চাপায় তানজিনা নামের এক ছাত্রী নিহত হয়েছিলেন।

এই বিভাগের আরো খবর