মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২২

মাঝ আকাশে এক প্লেনকে ওভারটেক করছে আরেক প্লেন, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

মাঝ আকাশে একটি প্লেনকে ছাড়িয়ে যাচ্ছে দানবাকৃতির আরেকটি প্লেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগামাধ্যমে। ঘটনাটি পুরোনো হলেও প্লেনের ওভারটেকিংয়ের এমন বিরল দৃশ্য অবাক করেছে অনেককেই।

ভিডিওতে দেখা যায়, বোয়িং ৭৩৭ মডেলের একটি প্লেনকে মাঝ আকাশে ওভারটেক করছে বোয়িং ৭৪৭ মডেলের আরেকটি প্লেন। প্রায় ১০ বছরের পুরোনো ভিডিওটির বর্ণনা অনুসারে, ঘটনাটি ঘটেছিল বাগদাদে আর সেই দৃশ্য ভিডিও করেছিলেন বোয়িং ৭৭৭ মডেলের তৃতীয় একটি প্লেনের পাইলট।


৩৫ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে দেখা যায়, বোয়িং ৭৩৭ তার গন্তব্যে যাচ্ছে। একটু পরেই ৭৪৭ ভিডিওর ফ্রেমে ঢুকে পড়ে। এরপর দ্রুত ব্যবধান কমিয়ে এগিয়ে যেতে থাকে প্লেন দুটি।


বোয়িং ৭৭৭ প্লেনে থাকা ভিডিওধারণকারীর কাছ থেকে ৭৪৭ প্লেনটি কাছে থাকায় সেটিকে ৭৩৭-এর তুলনায় বেশ বড় দেখাচ্ছিল। দুটি প্লেন থেকেই বেরোনো নিষ্কাশন গ্যাস দৃশ্যটিকে করে তুলেছিল আরও আকর্ষণীয়।

ভিডিওতে দেখা যায়, বোয়িং ৭৪৭ প্লেনটি ৭৩৭কে ছাড়িয়ে দ্রুত এগিয়ে যেতে থাকে এবং একপর্যায়ে ফ্রেমের বাইরে চলে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিটে শেয়ার হওয়ার পর ভিডিওটি ভাইরাল হয়েছে।


এয়ারলাইনরেটিংস ডটকমের ২০১৯ সালের একটি আর্টিকেল থেকে জানা যায়, ঘটনার সময় বোয়িং ৭৭৭ ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ হাজার ফুট ওপরে, ৭৪৭ ছিল ৩৫ হাজার ফুট এবং ৭৩৭ ছিল সবচেয়ে দূরে ৩৭ হাজার ফুট ওপরে।

এই বিভাগের আরো খবর