শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

“আমার নামের আগে বিশেষণ ব্যবহার করবেন না” — তারেক রহমানের অনুরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫  

জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালভাবে যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, বক্তৃতা থেকে তাঁর নাম উদ্ধৃতির সময় কোনো বিশেষণ ব্যবহার না করার অনুরোধ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি তাঁর কাছে বেশ বিব্রতকর।

 

শনিবার (৮ নভেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে আয়োজিত মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই অনুরোধ জানান। সভায় তারেক রহমান বলেন, “আমি সভাপতির মাধ্যমে সবার কাছে অনুরোধ রাখতে চাই — আমার নামের সঙ্গে কোনো বিশেষণ ব্যবহার করবেন না।”

 

তারেক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ কোনো দলীয় স্বার্থ লব্ধ করা নয়। এই কারণে বিএনপি ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এবং সেটাকেই তারা ‘ডিসেন্ট ওয়য়ে’ হিসেবে দেখছে—কারণ সরকারের উদ্দেশ্য দলীয় স্বার্থ প্রাধান্য দেওয়া নয়।

 

তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার ও আন্দোলনকারীদের সঙ্গে বিএনপির সমঝোতার সম্পর্ক বজায় আছে। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার গঠন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। একই সঙ্গে তিনি আশঙ্কা ব্যক্ত করেন, কোনো পক্ষ যদি দেশ অস্থিতিশীল করে, তাহলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুজ্জীবনের পথ তৈরি হতে পারে।
 

 

এই বিভাগের আরো খবর