শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

পুতিনের সঙ্গে বৈঠকের সুযোগ এখনো আছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫  

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে বাতিল হওয়া বৈঠক পুনরায় হওয়ার সম্ভাবনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনো আছে, বরং বেশ ভালোভাবেই আছে।”

 

 

শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান-এর সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, বৈঠকের স্থান হিসেবে তার প্রথম পছন্দ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।

 

গত অক্টোবরের শেষ দিকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পুতিনের সঙ্গে বুদাপেস্টে ট্রাম্পের বৈঠকের কথা ছিল। সব প্রস্তুতিও শেষ হয়েছিল, কিন্তু ২৩ অক্টোবর হঠাৎ করেই ট্রাম্প বৈঠকটি বাতিল করেন। পরে তিনি বলেন, “আমার মনে হয়েছিল, বৈঠকটি থেকে কোনো গুরুত্বপূর্ণ ফল আসবে না, তাই বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলাম।”

 

তবে শুক্রবারের ব্রিফিংয়ে ট্রাম্প জানান, যদি বৈঠকটি সত্যিই হয়, তিনি চান সেটি বুদাপেস্টেই অনুষ্ঠিত হোক। তার ভাষায়, “ভিক্টর (অরবান) পুতিনকে ভালোভাবে চেনেন এবং তাকে বুঝতে পারেন।”

 

সম্প্রতি ব্রিটিশ দৈনিক *ফিন্যান্সিয়াল টাইমস* এক প্রতিবেদনে জানায়, বৈঠক বাতিলের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ওই আলাপের পর মস্কো আলোচনায় রাজি নয় বুঝতে পেরে ট্রাম্প বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন।

 

পুতিনের সঙ্গে নতুন বৈঠকের সম্ভাবনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি মনে করি, এখনো আলোচনার সুযোগ আছে। যদি সেই সুযোগ কাজে না লাগানো যায়, তাহলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।”
 

 

এই বিভাগের আরো খবর