শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

একদিনে কুয়েত, আমিরাত ও নেপালের কাছে হারল ভারত

স্পোর্টস রিপোর্টের, মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫  

দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন ভারতীয় দল হংকং সিক্সেস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে একদিনে তিনটি ম্যাচে পরাজয় ভোগ করেছে। তুলনামূলকভাবে বয়স্ক স্কোয়াড পাঠানো ভারতের বিপরীতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলেছে। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, আজ (শনিবার) তারা তিন দলের কাছে হেরেছে।

 

দিনের প্রথম ম্যাচে কুয়েতের মুখোমুখি হয় ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে কুয়েত ৬ ওভারে ১০৬ রান সংগ্রহ করে। বিলাল তাহির ৯ বলে ২৫ এবং ইয়াসিন প্যাটেল ১৪ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। ভারতের পক্ষে ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন। লক্ষ্য তাড়ায় নেমে ভারত ৭৯ রানে অলআউট হয়, কুয়েতের কাছে ২৭ রানে পরাজিত হয়।

 

পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত আগে ব্যাট করে ৬ ওভারে ১০৭ রান সংগ্রহ করে। অভিমন্যু ১৬ বলে ৫০ ও কার্তিক ১৪ বলে ৪৬ রান করেন। জবাবে আমিরাত মাত্র ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে।

 

শেষে নেপালের বিপক্ষে আরও বড় ব্যবধানে হেরে যায় ভারত। টস জিতে আগে ব্যাট করা নেপাল রশিদ খান ১৭ বলে ৫৫ (রিটায়ার্ড হার্ট), সুন্দিপ জরা ১২ বলে ৪৭ এবং লোকেশ বাম ৭ বলে ৩১ রান করে ১৩৭ রানের লক্ষ্য স্থাপন করে। ভারতের ব্যাটিং ব্যর্থ হয়; চিপলি ও প্রিয়াঙ্ক সর্বোচ্চ ১২ রান করে। তিন ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায় ভারত।

 

এই পরিস্থিতিতে একদিনে তিন পরাজয় ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
 

এই বিভাগের আরো খবর