শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪

‎ডেভেলপার ব্যবসার আড়ালে প্রতারণার অভিযোগ, আতঙ্কে খিলক্ষেত- নিকুঞ্

নিউজ ডেস্ক ঢাকা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

রাজধানীর খিলক্ষেত–নিকুঞ্জ এলাকায় ডেভেলপার ব্যবসা ও একটি দৈনিক পত্রিকার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে আব্দুল আল মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, ফ্ল্যাট ও জমি দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে নির্মাণকাজ বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

‎ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, খিলক্ষেত নিকুঞ্জের একটি ঠিকানা থেকে পরিচালিত এসব কার্যক্রমে একটি দৈনিক পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করা হয়। সাংবাদিকতার পরিচয় দেখিয়ে কিছু ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক দাবি করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। কয়েকজন নারী ভুক্তভোগী মানসিক চাপ ও হয়রানির কথাও জানিয়েছেন।

‎খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার অভিযোগ করেন, তার কাছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে অর্থ দাবি করা হয়। তিনি দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‎স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তি একাধিকবার ঠিকানা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছেন। উত্তরখান এলাকায় একটি নির্মাণ প্রকল্পেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আল মামুনের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর