সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, মিলল চাঞ্চল্যকর তথ্য

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫  

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

 

সোমবার (২২ ডিসেম্বর)  সকাল ১১টা ৪৫ মিনিটে গুলির ঘটনা ঘটে। শুরুতে জানানো হয়, সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে গেছে। তবে কেএমপি জানায়, ঘটনাটি রাস্তায় নয়, সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ‘মুক্তা হাউজ ১০৯’-এর নিচতলায় ঘটে।

এই ফ্ল্যাটটি ছিল মোতালেবের নারীসঙ্গী তন্বীর বাসা, যেখানে তিনি দুই মাস ধরে বসবাস করছিলেন।

 

কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনা সম্পর্কে পুলিশকে শুরুতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। পরিদর্শনে বাসা থেকে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কার্যকলাপের আলামত উদ্ধার করা হয়।

 

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুই ব্যক্তি আগের দিন রাত ১২টা ৩০ মিনিটে ওই বাসায় প্রবেশ করেন। তদন্তে উঠে এসেছে, মোতালেব শিকদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার অর্থ নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই তাকে গুলি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

 

কেএমপির উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থলে মাদক ব্যবহারের দ্রব্য পাওয়া গেছে। ঘটনা তদন্ত চলছে।”

চিকিৎসকদের বরাতে পুলিশ জানিয়েছে, মোতালেবের সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

 

‘মুক্তা হাউজ’-এর মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, এক মাস আগে তন্বী নামে এক তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দেন, তবে তার কক্ষে নিয়মিত পুরুষদের যাতায়াত ছিল। এ কারণে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। এর আগেই এ ঘটনা ঘটে।
 

এই বিভাগের আরো খবর