মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

বিইউবিটি ইংরেজি বিভাগে সাহিত্য উৎসব লিট কার্নিভাল ২০২৫

সায়মন ইসলাম নিবির, বিইউবিটি প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫  

বাংলাদেশ ইউনিভার্সিটি অভ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর ইংরেজি বিভাগ ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করে ব্যতিক্রমধর্মী সাহিত্য উৎসব “লিট কার্নিভাল ২০২৫”। শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সাংস্কৃতিক প্রকাশকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

 

উৎসবে ছিল কবিতা আবৃত্তি, ছোটগল্প লেখা, সাহিত্য কুইজ, নাট্য পরিবেশনা ও বই প্রদর্শনীর মতো নানামুখী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নিয়ে তাদের সাহিত্যপ্রেম ও সৃজনশীলতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও অনুষদ সদস্যরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। ইংরেজি বিভাগের প্রধান ড. মোঃ রেজা খান বলেন,

“লিট কার্নিভাল কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের কণ্ঠস্বর, ধারণা ও কল্পনার মিলনমেলা।”

 

অংশগ্রহণকারী শিক্ষার্থী হাসিবুল হাসান শিহাব বলেন, “শ্রেণিকক্ষের বাইরে এত শিক্ষার্থীকে সাহিত্যচর্চায় যুক্ত হতে দেখে অনুপ্রেরণা পেয়েছি।”

 

দিনব্যাপী নানা প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে পর্দা নামে “লিট কার্নিভাল ২০২৫”-এর। আয়োজকরা জানান, ভবিষ্যতে এই সাহিত্য উৎসবকে বিইউবিটির বার্ষিক ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠা করা হবে, যা শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সাহিত্যিক বিকাশে নতুন মাত্রা যোগ করবে।

এই বিভাগের আরো খবর