বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২

টঙ্গীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সোমবার রাতে আনুমানিক ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ এরশাদনগর ৮নং ব্লকে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালায়। অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— তাজ উদ্দিন ওরফে তাজুল (৫১), পিতা মৃত পংকি মিয়া, মাতা মোছাঃ রোকিয়া বেগম, স্থায়ী ঠিকানা সুলতানপুর, জকিগঞ্জ, সিলেট এবং বর্তমান ঠিকানা শাহ পরান, বাহুবল, সিলেট; ও জবরুল হক (৩৮), পিতা মৃত আব্দুল হক, মাতা ফাতেমা বেগম, স্থায়ী ঠিকানা বুরহানউদ্দিন রোড, শাপলাবাগ, সিলেট সদর, বর্তমান ঠিকানা কিলাঘর শাপলাবাগ, শাহপরান, সিলেট।

 

তাদের হেফাজত থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

 

পুলিশ জানায়, আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

 

স্থানীয়রা জানান এ ধরনের অভিযান নিয়মিত দরকার। আমরা টঙ্গী পূর্ব থানা পুলিশকে সাধুবাদ জানাই।

এই বিভাগের আরো খবর