রোববার   ০২ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৯

এনসিপির প্রতীক শাপলা কলি, ধানের শীষের সঙ্গে লড়াইয়ের ঘোষণা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা কলি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ধানের শীষ ও শাপলা কলির মধ্যে এবারের নির্বাচনে হবে এক হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।

 

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আজ নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত জমা দিয়েছি। প্রতীকের জন্য তিনটি বিকল্প দিয়েছি—শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। এর মধ্যে ‘শাপলা কলি’কেই আমরা সবচেয়ে উপযুক্ত মনে করছি।”

 

তিনি আরও বলেন, “এনসিপি জনগণের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামছে। শাপলা কলি হবে পরিবর্তনের প্রতীক।”

এই বিভাগের আরো খবর