রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

দলীয় স্বার্থ নয়, জনগণের কল্যাণই সরকারের দায়িত্ব: তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার গঠন করা—কোনো দলের স্বার্থ রক্ষা নয়। তিনি বলেন, “কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। বিএনপি তাই চাপ সৃষ্টি না করে ভিন্নমতের জায়গায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এটিই সভ্য গণতান্ত্রিক ঐকমত্যের পথ।”

 

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সতর্ক করে বলেন, “দেশে অস্থিতিশীলতা তৈরি হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। কেউ যেন দলের আড়ালে থেকে সেই চক্রান্তে না জড়ায়, সেদিকে সজাগ থাকতে হবে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশে ধর্ম-বর্ণ-রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত নয়। এদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার।”

 

নির্বাচনে জিতলে স্বল্প আয়ের পরিবারদের জন্য ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, “তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও বিদেশে কাজের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আহ্বান জানান—“আপনাদের ধর্মীয় পরিচয় কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে।”

 

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষে ভোট চেয়ে বলেন, “হিন্দু-মুসলমান-বৌদ্ধ ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা।

 

সন্ধ্যায় গুলশানে শহীদ পরিবারের সদস্যরাও তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

এই বিভাগের আরো খবর