রোববার   ০৯ নভেম্বর ২০২৫   কার্তিক ২৫ ১৪৩২   ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

জনগণই আমার শক্তি, কুমিল্লা-২ এ আলোচনায় আ. মতিন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫  

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের ধারাবাহিকতায় কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক সচিব ইঞ্জিনিয়ার আঃ মতিন খান আজ হোমনা উপজেলার জয়পুর, ঘারমোড়া ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।

 

এ সময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “জনগণই আমার প্রধান শক্তি। হোমনা-তিতাসের জনমানুষের ভাগ্য উন্নয়নে আমার রাজনীতি। এ এলাকার উন্নয়নে আমি দীর্ঘ ২১ বছর ধরে কাজ করে যাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, যদি আপনাদের সমর্থনে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাই, তবে হোমনা-তিতাসকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ।”

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে হোমনা-তিতাসের সন্তানকেই এমপি বানানোর আহ্বান জানান ইঞ্জিনিয়ার আঃ মতিন খান।

 

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর