বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬

জোট রাজনীতিতে নতুন চমক: বিএনপির আসনে শরীক দলের প্রার্থী নিশ্চিত

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী না দিয়ে জোট শরীক দলের প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাজিকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির নীতিনির্ধারকরা ইসলামী দলগুলোর সঙ্গে গঠিত সম্ভাব্য জোটের অংশ হিসেবে অন্তত ১২টি আসন শরীক দলের জন্য বরাদ্দ রাখছেন, যার মধ্যে কুমিল্লা-২ ও ৭, এবং ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অন্তর্ভুক্ত চারটি আসন।

 

উল্লেখ্য, মুফতি শাখাওয়াত হোসাইন রাজি হচ্ছেন সাবেক চারদলীয় ঐক্যজোট নেতা ও প্রাক্তন সংসদ সদস্য মুফতি ফজলুল হক আমিনির জামাতা।

 

এদিকে, কুমিল্লা-৭ আসনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ রাফি, এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জন সংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি বিএনপি জোট থেকে মনোনয়ন পেতে পারেন বলে নিশ্চিত সূত্রে জানা গেছে।

 

গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। যেখানে বেশ কিছু আসন ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হয় জোটের শরীক দলগুলোর জন্য।

 

বিএনপি সূত্র জানায়, বাকি আসনগুলোতে এখনো যাচাই-বাছাই চলছে এবং চূড়ান্ত মনোনয়ন তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

এই বিভাগের আরো খবর