রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

পরী‌ক্ষায় প্রথম হয়ে তাক লাগালেন বিস্ফোরণ মামলার জেলবন্দি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

ভারতে স্নাতকোত্তরের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা জেলবন্দি সঞ্জীব তালুকদার। ছবি : সংগৃহীত
বোমা বিস্ফোরণ মামলায় ভারতের গুয়াহাটির সেন্ট্রাল জেলে বন্দি সঞ্জীব তালুকদার। বন্দি অবস্থাতেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়েছেন ২৯ বছর বয়সী এই যুবক।

বৃহস্পতিবার এক সমাবর্তন অনুষ্ঠানে আসামের রাজ্যপাল জগদীশ মুখীর হাত থেকে স্বর্ণপদক পেয়েছেন সঞ্জীব। সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পরীক্ষায় সঞ্জীব ৭১ শতাংশ নম্বর পেয়েছেন। 

২০১৯ সালে আসামের রাজধানী দিসপুরে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার ছক কষেছিল রাজ্যের সন্ত্রাসবাদী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)’। সেই মামলায় গ্রেপ্তার হন সঞ্জীব। তার পর থেকেই তিনি গুয়াহাটির সেন্ট্রাল জেলে বন্দি। পরে জেলে থেকেই তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। সঞ্জীবের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।

জানা যায়, সঞ্জীব একজন ছাত্র নেতা ছিলেন। তিনি যখন গ্রেপ্তার হন তখন তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে বোটানির এমফিলের শিক্ষার্থী। তাই গ্রেপ্তারের পর জেল থেকে এমফিল শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু জেলে এই বিষয়ে পড়াশোনার সুযোগ না থাকায় তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন। পরে কৃষ্ণকান্ত হান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরে ভর্তি হন তিনি। আর তার পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেছেন জেলবন্দি সঞ্জীব।

সঞ্জীবের বোন ডলি জানান, গৌহাটি হাইকোর্ট চার মাসের মধ্যে সঞ্জীবের জামিনের আবেদনের শুনানি করবে। এই বিস্ফোরণ মামলায় প্রকাশ রাজকনওয়ার নামে একজন অভিযুক্তকে সম্প্রতি জামিন দিয়েছেন গৌহাটি হাইকোর্ট।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এই বিভাগের আরো খবর