বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

ক্যালিফোর্নিয়ায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬০ হাজার বাড়ি- ব্যবসা প

অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

প্রবল ঝড়ের পর দুই দিন পেরিয়ে গেলেও আমোরিকার ক্যালিফোর্নিয়া শহরে ৬০ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গত বুধবার প্রশান্ত মহাসাগরে এক নিম্নচাপ তৈরি হয়। এতে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত হয় যুক্তরাষ্ট্রের ওই শহরে। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার জনজীবন। যার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যালিফোর্নিয়া।

ঝড়ে বুধবার ১০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় পানি জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
তবে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) জানিয়েছে, ইতোমধ্যে তারা ৪ লাখ গ্রাহকের বিদ্যুৎপরিষেবা পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে। কিন্তু তারপরও স্থানীয় শুক্রবার পর্যন্ত ৫৫ হাজার গ্রাহককে বিদ্যুৎপরিষেবা দেওয়া বাকি।

এই বিভাগের আরো খবর