বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৭

সম্পত্তি বাজেয়াপ্তের খবর পেয়ে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

ভারতের দিল্লিতে সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ পেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোকাল পুরি এলাকায় এ ঘটনা ঘটে।
দিল্লি পুলিশ বলছে, বংশিকা কালেকশনের মালিক ৩৩ বছর বয়সী কপিল কুমার আদালত থেকে সম্পত্তি বাজেয়াপ্তের নোটিশ পান। এরপর পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। শনিবারই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৬ এর অধীনে গোকাল পুরি থানায় একটি মামলা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় দিল্লি পুলিশ।

এই বিভাগের আরো খবর