শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

শোক সংবাদ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫  

রাজধানীর মুগদা থানা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার শামসুল হুদা কাজল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (রাত ১.৩০ মিনিট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শামসুল হুদা কাজল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় নেতা-কর্মীদের কাছে তিনি একজন নিবেদিত প্রাণ, হাস্যোজ্জ্বল ও সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবেও তিনি সবার কাছে সমাদৃত ছিলেন।

 

মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো খবর