মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৭

বর্ণিল আয়োজনে ২০২৩ সালকে স্বাগত জানাল বিশ্ববাসী

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

বিশ্বব্যাপী বর্ণিল আয়োজনে বরণ করে নেয়া হলো ২০২৩ সালকে। বর্ণিল আতশবাজি আর আলোর ফোয়ারায় বর্ষবরণে মাতোয়ারা বিশ্ব। নববর্ষের আগমনে লন্ডন সেজেছে নতুন সাজে। নতুন বছরকে স্বাগত জানিয়ে জমকালো উদযাপনে মেতে ওঠে রাশিয়া, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ নানা দেশ।
জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানিতে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী।
লন্ডনে নতুন বছরকে স্বাগত জানাতে এক লাখ মানুষ টেমস নদীর তীরে জড়ো হয়। মধ্যরাতের বিগবেনে সময়ের কাঁটার ঐতিহাসিক অবস্থান বদলানোর দৃশ্য দেখতে দেখতে উচ্ছ্বাসে মেতে ওঠে ব্রিটিশরা।
উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাস-উদ্দীপনায় নতুন বছরকে বরণ করেছে রাশিয়া। বর্ণিল আলোকছটায় রঙ্গিন হয়ে উঠে দেশটির রাতের আকাশ।
করোনার প্রকোপ কমায় নতুন উল্লাসে বর্ষবরণ করেছে ফ্রান্স ও ইতালি। প্যারিসের আকাশে ছড়িয়ে পড়া রঙের খেলা উপভোগ করেন শহরের বাসিন্দারা। 
সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ড স্কাই টাওয়ারের বর্ণিল আয়োজন  দেখতে ছিল উপচে পড়া ভিড়।
অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে নতুন বছরকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। হারবার ব্রিজ ও অপেরা হাউস সাজে নতুন সাজে।
এছাড়া নতুন বছরকে স্বাগত জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াতেও। সিঙ্গাপুরে বর্ষবরণ উৎসবে হাজির হন হাজারো মানুষ।

এই বিভাগের আরো খবর