শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২২ ১৪৩২   ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

অতিরিক্ত মদ্যপান: ৩০০ পুলিশ কর্মকর্তাকে চাকরি ছাড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ মে ২০২৩  

মাত্রাতিরিক্ত মদ্যপানের জন্য চাকরি হারাতে চলেছেন প্রায় ৩০০ পুলিশ কর্মকর্তা। মূলত মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাস রয়েছে, এমন পুলিশ কর্মকর্তাদের অবসরের আগেই চাকরি ছাড়ার আহ্বান জানানো হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই তথ্য সামনে এনেছেন। সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত মদ্যপান-জনিত সমস্যার কারণে ভারতের আসাম রাজ্যের প্রায় ৩০০ জন পুলিশ কর্মকর্তাকে বাহিনী ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রচুর মদ্যপান তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে এবং এই কারণে তাদের তাড়াতাড়ি অবসর নিতে বলা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শর্মা এর আগে ‘পুলিশ বাহিনী থেকে মৃত কাঠ কেটে ফেলার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ডিউটিতে থাকাকালীন মাতাল আচরণের কারণে আসামের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ভারতের অন্যান্য রাজ্যেও একই ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলেও শর্মা দাবি করেন।

আসামের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘এটি একটি পুরোনো নিয়ম, তবে আমরা এটি আগে প্রয়োগ করিনি।’

এর আগে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘স্থূল’ অফিসার এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ঝুলছে তাদেরও স্বেচ্ছায় অবসর নিতে বলা উচিত। এমনকি তিনি পুলিশ প্রধানদের তাদের অফিসারদের ফিট রাখার বিষয়টি নিশ্চিত করার জন্যও নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরো খবর