মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭২

হাইকেয়ার শ্রবন ও বাক প্রতিবন্ধী স্কুলের স্থায়ী ভবনের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২  

গতকাল বুধবার বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন হাইকেয়ার স্কুল মাঠে, হাইকেয়ার স্কুলের স্থায়ী ভবনের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 
 
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় হাইকেয়র স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার  মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস বিতরণ করেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,বেতদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপাধ্যক শাহ আব্দুল কুদ্দুস, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী শাখার দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, শিক্ষার্থীর অভিভাবক শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক সাদেকুল ইসলাম, স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এম এ কাইয়ুম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত, টিএম হেল্থ কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমূখ উপস্থিত ছিলেন।  
 

এই বিভাগের আরো খবর