মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৮

সাগর উপকূলে মিলল ২ লাখ ৭৯ হাজার ইয়াবা

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাগর উপকূলে অভিযান চালিয়ে দুই লাখ ৭৯ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।  

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহপরীর দ্বীপ সাগর উপকূল থেকে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লে. এম সালেহ আকরাম (এক্স) জানান, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা পাচারের সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে দিবাগত রাত আড়াইটার দিকে সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ডের পৃথক আভিযানিক দল শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সাগর উপকূলে অভিযান চালায়। অভিযান চলাকালীন তিনজনকে টর্চলাইটের আলোয় দেখেন কোস্টগার্ড সদস্যরা।

ওই তিন ব্যক্তিকে থামানোর জন্য চ্যালেঞ্জ করলে পাশের কেওড়াবাগান দিয়ে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি দুটি বস্তা পাওয়া যায়। তা কোস্টগার্ড স্টেশনে এনে গণনা করে দুই লাখ ৭৯ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।  

জব্দকৃত এই মাদকের চালান পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর