মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৮৭

লাকসামে করোনায় সাবেক ইউপি মেম্বারের মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন ২০২০  

কুমিল্লার লাকসাম ঊপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. আবদুল মন্নান প্রকাশ মনা মেম্বার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। লাকসামে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে তার শরীরে জ্বর, সর্দি-রাশি,গলাব্যথাসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা পরীক্ষা করা হলে গতকাল বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এদিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিনই (গতকাল বুধবার) তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে আজ বিকেলে তিনি হাসপাতালে চিকিৎধীন অসবস্থায় মারা যান।

করোনার আক্রান্তের বিষয়টি তার এক ভাতিজা মো. ওমর ফারুক নিশ্চিত করেছে।

এই বিভাগের আরো খবর