শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৫

কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব সম্মেলনের প্রস্তুতি সভা

সাইফুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে এই শ্লোগান’কে সামনে রেখে আগামী ২ ও ৩ জুন কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বিশ্ব সম্মেলন। এতে অংশ নিবেন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য মেয়রসহ বিভিন্ন পযায়ে কর্মকর্তাগন। এ  উপলক্ষ্যে কুমিল্লায় দুদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক সুধীজনসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সম্মেলন বাস্তবায়নের প্রস্তুতি ও সার্বিক অবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন প্রথম বিশ্ব সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন।

বাংলা সংস্কৃতি বলয় এর উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার এর সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন  ড. আলী হোসেন চৌধুরী, আবুল হাসনাত আজাদ, ডা. ইকবাল আনোয়ার, ইকবাল হাসান, কবি সৈয়দ আহমাদ তারেক, কবি বিজন দাস, বদরুল হুদা জেনু, অধ্যক্ষ ড. আসাদুজ্জামান, বশির উল আনোয়ার, অধ্যক্ষ বিধান চন্দ, অধ্যক্ষ শামীম হায়দার, সহযোগী  অধ্যাপক রীতা চক্রবর্তীসহ কুমিল্লার সামাজিক  সংস্কৃতির অঙ্গনের আরো অনেকে।

 

কুমিল্লা সংসদের আহবায়ক রুবেল কুদ্দুসের সঞ্চালনায় প্রস্তুতি সভা সমন্বয় করেন বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদ এর সদস্য সচিব এস এ এম আল মামুন। 

সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন বলেন, বিশ্বজুড়ে বাংলা বলয়ের সম্মেলনটি বাংলাদেশের কুমিল্লায় হচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কুমিল্লা সবসময় সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এটা আরেকটি প্রমান।

এই বিভাগের আরো খবর