মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৩

হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

 

করোনারোধে হ্যান্ড স্যানিটাইজার বা হাত পরিষ্কারক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হয়ে উঠেছে। কিন্তু এই স্যানিটাইজার এক বোতল থেকে আরেক বোতলে ঢালার সময় আগুনের সংস্পর্শে এসে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর হাতিরপুলের একটি বাসায় গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসক দম্পতি।

আজ ভোররাত ৪টার দিকে ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তাঁর স্ত্রী ডা. অনুসূয়া ভট্টাচার্যকে (৩২) দগ্ধ  অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন।

বিকেলে সামন্ত লাল সেন এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালে আসার পরে দেখলাম রাজিবের শরীরের অন্তত ৮৬ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ ছাড়া অনুসূয়ার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।’

‘তাঁরা এক পাত্র থেকে আরেক পাত্রে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। এমন সময় নিচে হয়তো সিগারেট বা কয়েলের আগুন ছিল। স্যানিটাইজার পড়েছিল ওই আগুনে। তারপর আগুন ধরে যায় বলে আমরা জেনেছি।’

দুই উদীয়মান চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারিতে উচ্চতর পড়াশোনা করছেন বলে জানান সামন্ত লাল  সেন। এ সময় তিনি আহ্বান জানান, ‘আমাদের সবার উচিত স্যানিটাইজারের ব্যাপারে সতর্ক থাকা। সাবধানে ব্যবহার করা উচিত।’

এই বিভাগের আরো খবর