মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬৮

শ্যামলী স্কয়ার শপিংমলের ৪১১টি’ দোকানের ২মাসের ভাড়া মওকুফ

মোঃ সফিউল্লাহ

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

করোনাভাইরাসের সংকটের কারণে  শপিংমলের ৪১১টি দোকানের ভাড়া মওকুফ করেছেন শ্যামলী স্কয়ার শপিংমলের সভাপতি এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী নাসির উদ্দিন বাবুল। পাশাপাশি নিজস্ব তহবিল থেকে শপিংমলের কর্মচারি সহ এলাকার হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন তিনি।

মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দোকান মালিক সমিতির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামলী স্কয়ার শপিংমলের সভাপতি হাজী নাসির উদ্দিন বাবুল, দোকান মালিক সমিতির সহ সভাপতি শফিক মিয়া, আইন সম্পাদক ব্যারিস্টার টিপু আহমেদ, কোষাধ্যক্ষ কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক জাবের হোসাইন।

শ্যামলী স্কয়ার শপিংমলের সভাপতি হাজী নাসির উদ্দিন বাবুল বলেন,  এ সময় ব্যবসায়ীরা খুব কষ্টের সাথে জীবনযাপন করছে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে দোকান মালিক সমিতি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তি সময় যে কোন সংকটে ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান তিনি।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলেন, করোনা সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে শ্যামলী স্কয়ার শপিংমলের সভাপতি হাজী নাসির উদ্দিন বাবুল মানবিকতার পরিচয় দিয়েছেন।

এই বিভাগের আরো খবর