বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

লাকসাম আজগরা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী গণসংযোগ

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬  

কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. এ. কে. এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও, লোলাই, পাওতলী, কোমড্ডা, আশকামতা, দৌলতপুর, চর বাড়ীয়া ও কৃষ্ণপুরে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন।

 

গণসংযোগ বক্তব্যে ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি, অবিচার ও অনৈতিক রাজনীতির কারণে সমাজে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। মদ, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক আজ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

তিনি বলেন, কুরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অনৈতিকতা নির্মূল করা সম্ভব নয়। নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং যুবসমাজকে নৈতিক শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন বলে অঙ্গীকার করেন।

ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার লোভে রাজনীতি করে না; জনগণের জানমাল রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ ও নৈতিক সমাজ গড়াই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠার এই সুযোগ যেন নষ্ট না হয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাদক, দুর্নীতি ও অবিচারমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

এই বিভাগের আরো খবর