বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

রোনালদোর ৩৬৩ কোটি টাকার রিটায়ার্ড হোম বিক্রির পথে

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

পর্তুগালের কাসকাইসে (Cascais) ক্রিস্টিয়ানো রোনালদোর নির্মিত বিলাসবহুল ম্যানশনটি এখন বিক্রির তালিকায়। ২০২০ সালে শুরু হওয়া এই ছয় বছরের প্রজেক্টটি সম্প্রতি শেষ হয়েছে, কিন্তু রোনালদো ও তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের জন্য এটি আর “অবসরের ঘাঁটি” হবে না। কারণ – প্রাইভেসির অভাব। পর্তুগিজ ও আন্তর্জাতিক মিডিয়া (Semana, Idealista, Daily Mail, Goal.com) জানাচ্ছে, বাড়িটির মূল্য প্রায় ২৫-৩৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ৩৬৩ কোটির কাছাকাছি বা তার বেশি)।

 

বাড়িটি Quinta da Marinha-এর এক্সক্লুসিভ এলাকায়, সমুদ্র থেকে মাত্র ২০০ মিটার দূরে। জমির আয়তন ১২,০০০ বর্গমিটার, বিল্ট-আপ এরিয়া প্রায় ৫,০০০ বর্গমিটার। ফিচারগুলো অসাধারণ:

  • ইনডোর ও আউটডোর সুইমিং পুল
  • স্পা, জিম, প্রাইভেট সিনেমা হল
  • ২০-৩০ গাড়ির গ্যারেজ (রোনালদোর কালেকশনের জন্য)
  • বাগান, আটলান্টিক ওশানের প্যানোরামিক ভিউ
  • স্মার্ট হোম সিস্টেম, হাই-এন্ড ম্যাটেরিয়াল (ইটালিয়ান মার্বেল, গোল্ড ফসেট)

 

প্রথমে ধারণা ছিল, ২০২৬ বিশ্বকাপের পর রোনালদো অবসর নিলে এখানে ফ্যামিলির সাথে স্থায়ীভাবে থাকবেন। কিন্তু সমস্যা হয়েছে গোপনীয়তা নিয়ে। বাড়ির চারপাশে গলফ কোর্স (Oitavos), হোটেল The Oitavos-এর পার্কিং ও ক্লাবহাউস – এসব থেকে বাড়িটা সহজেই দেখা যায়। রোনালদো পাশের জমি কিনে প্রাইভেসি বাড়াতে চেয়েছিলেন, কিন্তু মালিকরা বিক্রি করেনি। ফলে পুরোপুরি আইসোলেটেড না হওয়ায় তিনি সিদ্ধান্ত বদলেছেন।

 

পর্তুগিজ মিডিয়া V+ Fama জানাচ্ছে, বিক্রির আগে এখানেই রোনালদো-জর্জিনার বিয়ে হতে পারে – একটা “শক টুইস্ট” হিসেবে। এনগেজমেন্ট হয়েছে ২০২৫-এ, বিয়ের পরিকল্পনা চলছে। বাড়িটা ব্যবহার করে তারপর বিক্রি – এমন সম্ভাবনা।

 

রোনালদোর রিয়েল এস্টেট পোর্টফোলিও বিশাল: মাদেইরা, লিসবন, মারবেলা, রিয়াদে বাড়ি-ফ্ল্যাট আছে। এই কাসকাইস ম্যানশনটা পর্তুগালের সবচেয়ে দামি প্রাইভেট রেসিডেন্সগুলোর একটা। কিন্তু প্রাইভেসি না থাকলে কোনো দামই যথেষ্ট না – এটাই তার বার্তা।

এখনো ফাইনাল ডিল হয়নি, কিন্তু ক্রেতা খোঁজা শুরু হয়েছে। ৪০ বছর বয়সী রোনালদো আল-নাসরে খেলছেন, অবসরের পরিকল্পনা এখনো খোলা। কিন্তু এই বাড়িটা তার “ড্রিম রিটায়ারমেন্ট হোম” থেকে “বিক্রির লিস্টে” চলে গেল। ফুটবলের বাইরে তার জীবনও যেন সবসময় হাই-প্রোফাইল ড্রামা!

এই বিভাগের আরো খবর