বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

বিজয়-রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’: ফিরছে জনপ্রিয় জুটি

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

অনস্ক্রিন রসায়ন হোক কিংবা অফস্ক্রিন গুঞ্জন—বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সব সময় আলোচনায় থাকেন। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর ব্যাপক সাফল্যের পর দীর্ঘ বিরতি কাটিয়ে এই জুটি তাঁদের তৃতীয় সিনেমা ‘রানাবালি’ নিয়ে আসছেন। সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক বা টিজার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

 সিনেমাটি ১৮৭৮ সালের প্রেক্ষাপটে নির্মিত। এখানে বিজয়কে দেখা যাবে একজন অকুতোভয় যুবকের চরিত্রে, যিনি ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ঢাল হয়ে দাঁড়ান। টিজারে দেখা যায়, ঘোড়ায় চড়ে এক ব্রিটিশ অফিসারকে টেনে নিয়ে যাচ্ছেন এক ‘বর্বর’ যোদ্ধা। বিজয়ের ভাষ্যমতে, "ব্রিটিশরা তাকে বর্বর বলত, কিন্তু সে ছিল আমাদের বীর।"

 

 সিনেমাটি পরিচালনা করেছেন ‘শ্যাম সিংহা রায়’ খ্যাত নির্মাতা রাহুল সাঙ্কৃত্যায়ন। সংগীতের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় জুটি অজয়-অতুল। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 পর্দার বাইরেও এই জুটির সম্পর্ক এখন পূর্ণতা পাওয়ার পথে। ২০২৫ সালের অক্টোবরে বাগদান সারার পর, চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে বিজয় ও রাশমিকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ফলে ‘রানাবালি’ হতে যাচ্ছে বিয়ের পর তাঁদের একসঙ্গে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।

এই বিভাগের আরো খবর