বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে একটি ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহতদের পরিচয়: দগ্ধরা হলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায়। এ ছাড়া হাসিনুর ও রাহাত নামে আরও দুই ব্যক্তি এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন।

 

 প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং দ্রুত পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। গুরুতর আহত সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের তথ্যমতে, রনির শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর পিঠ, হাতসহ একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কর্তৃপক্ষের বক্তব্য: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) প্রতিনিধিরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন। আশুলিয়া থানার ওসি মো. নুরে আলম সিদ্দিক জানিয়েছেন, পুলিশ ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো নাশকতামূলক যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর