মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

 

রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮৬ কোটি টাকা।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে প্যাকেজ আকারে ১০টি লটে মোট এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

 

এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে, যার জন্য ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা।

 

অন্যদিকে, শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা এবং প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা ৯০ পয়সা।

 

একই বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি সার আমদানির একাধিক প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এই বিভাগের আরো খবর