মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

শীর্ষ দুই জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

চীনের সামরিক বাহিনীর নীতিনির্ধারণী সংস্থা ‘কেন্দ্রীয় সামরিক কমিশন’ (সিএমসি)-এ বড় ধরনের ঝড় বয়ে গেল। সিএমসির ভাইস চেয়ারম্যান ৭৫ বছর বয়সী জেনারেল ঝাং ইউকসিয়া এবং শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে তাঁদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে শি জিনপিংয়ের এই পদক্ষেপ চীনের অভিজাত রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

নেপথ্যে কী কারণ?

  • দুর্নীতির অভিযোগ: সরকারিভাবে জানানো হয়েছে, এই কর্মকর্তারা শৃঙ্খলা ও আইন লঙ্ঘন করেছেন। চীনের সরকারি সংবাদমাধ্যম ‘পিএলএ ডেইলি’ তাঁদের ‘কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতক’ হিসেবেও অভিহিত করেছে।

  • ক্ষমতার লড়াই: ঝাং ইউকসিয়া ছিলেন শি জিনপিংয়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ। তাঁকে সরানোর অর্থ হলো সিএমসির সাত সদস্যের মধ্যে এখন কেবল শি এবং ঝাং শেংমিন অবশিষ্ট রইলেন। বাকিরা বিভিন্ন সময় অপসারিত হয়েছেন।

  • একচ্ছত্র নিয়ন্ত্রণ: বিশ্লেষকদের মতে, শি জিনপিং সামরিক বাহিনীর ওপর তাঁর নিয়ন্ত্রণ আরও নিরঙ্কুশ করতে চাইছেন। কোনো পক্ষ বা গোষ্ঠী যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করতেই এই অপসারণ।

সামরিক বাহিনীতে প্রভাব: পিএলএ-র শীর্ষ পদে এই শূন্যতা বাহিনীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি করতে পারে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এই নেতৃত্বশূন্যতা ও কর্মকর্তাদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এই বিভাগের আরো খবর