মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

চীনের সামরিক কমান্ডে অস্থিরতা: দুই শীর্ষ পিএলএ কর্মকর্তা বরখাস্ত

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

 

চীনের সামরিক নেতৃত্বে বড় ধাক্কা লেগেছে। দেশের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষ দুই কর্মকর্তা, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউকসিয়া এবং জেনারেল লিউ ঝেনলিকে সম্প্রতি বরখাস্ত করেছে সরকার। এই পদক্ষেপ চীনের অভিজাত মহলে ক্ষমতার লড়াই এবং শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে।

 

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ঝাং ও লিউকে “শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন” এবং “দুর্নীতি” এর অভিযোগে তদন্ত করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ তাদেরকে “কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা” এবং “সামরিক কমিশনকে অবমাননা” করার দোষী হিসেবে উপস্থাপন করেছে।

 

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার ফলে পিএলএতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি সামরিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করবে এবং তাইওয়ান নিয়ে সম্ভাব্য কোনো অভিযান ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

 

বিশ্লেষকরা মনে করেন, এসব অপসারণ সামরিক বাহিনীতে সন্দেহ ও আতঙ্কের পরিবেশ তৈরি করবে, যা শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশেষত, তাইওয়ান দখলের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্বশূন্যতা এবং ভীতি সামরিক কর্মকাণ্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে চীনের রাজনৈতিক নেতৃত্বে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ অটুট থাকায়, দ্বীপে হস্তক্ষেপের সিদ্ধান্ত মূলত তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।

 

শুধু তাই নয়, ৭৫ বছর বয়সী ঝাং দীর্ঘদিন পিএলএ’র কেন্দ্রীয় কমিটির একজন প্রধান নেতা ছিলেন। সাত সদস্যের এই কমিটিতে এখন কেবল শি জিনপিং ও জেনারেল ঝাং শেংমিনই রয়ে গেছেন। বাকি সদস্যদের ‘দুর্নীতিবিরোধী’ অভিযানের নামে সরানো হয়েছে, যা সামরিক বাহিনীতে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

এই বিভাগের আরো খবর