মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য ‘বাজে দৃষ্টান্ত’: ডি ভিলিয়ার

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং তাঁদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' ও 'বাজে দৃষ্টান্ত' হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। নিজের জনপ্রিয় ‘৩৬০ লাইভ’ সেশনে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

 

পুরো ঘটনাকে ক্রিকেট ও রাজনীতির এক তিক্ত সংমিশ্রণ হিসেবে বর্ণনা করে ডি ভিলিয়ার্স বলেন, "পরিস্থিতি কখনোই এমন পর্যায়ে পৌঁছানো উচিত ছিল না। আমি ক্রিকেটে রাজনীতির এত গভীর প্রভাব একেবারেই অপছন্দ করি।" তিনি আরও যোগ করেন যে, ক্ষমতার চেয়ারে বসা ব্যক্তিদের উচিত ছিল আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা, যাতে একটি পূর্ণ সদস্য দেশকে বিশ্বকাপের মতো বড় আসর থেকে ছিটকে যেতে না হয়।

 

বিতর্কের সূত্রপাত হয়েছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে ভারতকে 'অনিরাপদ' দাবি করে ভেন্যু বদলানোর অনুরোধের মাধ্যমে। আইসিসি বাংলাদেশের সেই দাবি প্রত্যাখ্যান করে এবং ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে সাফ জানিয়ে দেয়। এই অনড় অবস্থানের ফলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। ডি ভিলিয়ার্স মনে করেন, এই পুরো প্রক্রিয়াটি বিশ্ব ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

এই বিভাগের আরো খবর