মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিক

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা জামায়াত ইসলামীর বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।" মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিক বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট হবে আজাদীর পক্ষে এবং ‘না’ ভোট হবে গোলামির পক্ষে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, "হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে।" সাতক্ষীরার উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, অতীতে এই জেলার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। সুযোগ পেলে সাতক্ষীরার চারটি আসনেই মদিনার শাসনামলের মতো ইনসাফ ও সুশাসন কায়েম করার প্রতিশ্রুতি দেন তিনি।

 

দুর্নীতি ও অর্থ পাচার প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, বিগত সরকারের আমলে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জনগণের এই লুণ্ঠিত সম্পদ ফেরত আনার বিষয়ে কোনো আপস বা ক্ষমা করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া যুবকদের বেকার ভাতার পরিবর্তে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জনসভায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এই বিভাগের আরো খবর