মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

নরসিংদীতে সাংবাদিকদের বাসে সন্ত্রাসী হামলা, আহত ১০

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

বার্ষিক বনভোজন শেষে ফেরার পথে নরসিংদীর মাধবদীতে নজিরবিহীন হামলার শিকার হয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও তাঁদের পরিবার। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে একদল স্থানীয় সন্ত্রাসী বাসে চাঁদা দাবি করে এই হামলা চালায়। হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন।

 

ভুক্তভোগীরা জানান, ক্র্যাবের প্রায় ৩০০ সদস্য ও তাঁদের পরিবার দিনভর উৎসব শেষে যখন ঢাকার উদ্দেশ্যে বাসে উঠছিলেন, তখন সন্ত্রাসীরা বাস আটকে টাকা দাবি করে। সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা শুরু করে। গুরুতর আহতদের মধ্যে সাংবাদিক শাহেদ রয়েছেন, যাঁর মাথায় আগে থেকেই গুরুতর অস্ত্রোপচার ছিল; সেই মাথাতেই বারবার আঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা মদ্যপ অবস্থায় বাসে আগুন দেওয়ার হুমকি দেয়, যা এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে।

 

এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুই হামলাকারীকে হাতেনাতে আটক করেছে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এ বিষয়ে মাধবদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরো খবর