মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

স্বর্ণের দাম ২.৬২ লাখ ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য প্রথমবারের মতো ৫,১০০ ডলার অতিক্রম করার পরপরই দেশের বাজারে এর বড় প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে কার্যকর হয়েছে। এই দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫,২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

স্বর্ণের নতুন দরতালিকা (ভরিপ্রতি): | স্বর্ণের মান | বর্তমান দাম (২৭ জানুয়ারি ২০২৬) | পূর্বের দাম (২৬ জানুয়ারি ২০২৬) | ২২ ক্যারেট | ২,৬২,৪৪০ টাকা | ২,৫৭,১৯১ টাকা | | ২১ ক্যারেট | ২,৫০,৪৮৪ টাকা | ২,৪৫,৫২৭ টাকা | | ১৮ ক্যারেট | ২,১৪,৭৩৪ টাকা | ২,১০,৪১৯ টাকা | | সনাতন পদ্ধতি | ১,৭৬,৫৯৩ টাকা | ১,৭২,৯১৯ টাকা |

 

কেন এই অস্বাভাবিক বৃদ্ধি? বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকটের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,০০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দামও লাফিয়ে বাড়ছে।

বাজুস জানিয়েছে, গত এক মাসে দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের স্বর্ণের দাম মোট ৩০ হাজার টাকার বেশি বেড়েছে। স্বর্ণের পাশাপাশি রূপার দামও রেকর্ড গড়েছে; বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দাঁড়িয়েছে ৭,৭৫৭ টাকায়।

এই বিভাগের আরো খবর