মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার: রুখবে হ্যাকার ও স্ক্যাম

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও নিরাপদ করতে গুগল চারটি বিশেষ ফিচারের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করাই এই আপডেটের মূল লক্ষ্য।

 

নতুন ফিচারগুলোর বিস্তারিত:

 

  • এআই স্ক্যাম ডিটেকশন: গুগল মেসেজে এখন সন্দেহজনক লিঙ্ক বা প্রতারণামূলক মেসেজ এলেই এআই তা শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। ব্যবহারকারী চাইলে এক ক্লিকেই সেই নম্বর ব্লক করতে পারবেন। এই পুরো প্রক্রিয়াটি ডিভাইসের ভেতরেই সম্পন্ন হয়, ফলে আপনার ব্যক্তিগত মেসেজ গুগলের সার্ভারে যাওয়ার ঝুঁকি নেই।

  • লাইভ লোকেশন শেয়ারিং: 'ফাইন্ড মাই ডিভাইস' অ্যাপের মাধ্যমে এখন থেকে প্রিয়জনদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা যাবে। যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এটি দারুণ কাজে আসবে। কতক্ষণ লোকেশন শেয়ার করা হবে, তা ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

  • স্মার্ট শপিং ইনসাইট: ক্রোম ব্রাউজারে কেনাকাটা হবে এখন আরও সাশ্রয়ী। কোনো পণ্যের দাম আগের চেয়ে কমেছে কি না বা বিভিন্ন ওয়েবসাইটে দামের পার্থক্য কেমন, তা সরাসরি দেখা যাবে। সঠিক সময়ে পণ্য কিনতে 'প্রাইস ইজ লো' নোটিফিকেশনও পাওয়া যাবে।

  • গাড়িতে বিনোদন: অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীরা এখন গাড়ি পার্ক করা অবস্থায় গাড়ির বড় স্ক্রিনেই গেম খেলতে পারবেন। অপেক্ষার বিরক্তি দূর করতে জনপ্রিয় গেমগুলো এখানে যুক্ত করা হয়েছে।

 

সবমিলিয়ে, অ্যান্ড্রয়েডের এই নতুন আপডেটগুলো সাধারণ ব্যবহারকারীদের সাইবার ঝুঁকি থেকে বাঁচাতে এবং দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করতে সহায়ক হবে।

এই বিভাগের আরো খবর