বাংলাদেশর ১ নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। মির্জা আব্বাস ‘বাংলাদেশর ১ নাম্বার ক্রিমিনাল’, এমন মন্তব্য করেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনি প্রচার চালান।
সাম্প্রতিক সময়ে তার ওপর ডিম ও পানি নিক্ষেপের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি বেয়াদব হই তবে আমি তাই।”
তিনি আরও বলেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তাহলে তার প্রতি সম্মান প্রদর্শন ছাড়া ১২ তারিখ পর্যন্ত কিছুই করার নাই।” একই সঙ্গে তিনি ধৈর্যের সীমা পরীক্ষা না করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে নাসিরুদ্দীন পাটওয়ারী নির্বাচনি পরিবেশ শান্ত রাখার ওপর জোর দেন এবং ভোটের দিন পর্যন্ত সহনশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
