বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

বিশ্ববাজারে ডলারের মান চার বছরের মধ্যে সর্বনিম্ন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ডের মাঝেই বড় ধাক্কা খেল মার্কিন ডলার। বর্তমানে ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্নে অবস্থান করছে।

পতনের মূল কারণসমূহ:

 

  • ট্রাম্পের অনিশ্চিত নীতি: শুল্কনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্টতা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপের আশঙ্কায় বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন।

  • সুদহার কমানোর প্রত্যাশা: মার্কিন ফেডারেল রিজার্ভ নীতি সুদহার আরও কমাতে পারে—এমন খবরে ডলারের ওপর চাপ বেড়েছে।

  • জাপানি ইয়েনের উত্থান: ইয়েনকে শক্তিশালী করতে জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করতে পারে—এমন গুঞ্জনে ইয়েনের দর ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে, যার বিপরীতে দুর্বল হয়েছে ডলার।

 

প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান: ডলারের দরপতন নিয়ে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বিকার দেখা গেছে। তিনি সাংবাদিকদের জানান, ডলার বর্তমানে ‘দারুণ অবস্থানে’ আছে। তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন মূলত দুর্বল ডলারই চায় যাতে মার্কিন রপ্তানি পণ্য বিদেশি বাজারে বেশি প্রতিযোগিতামূলক হয় এবং বাণিজ্যঘাটতি কমে।

 

বাংলাদেশের বাজারে প্রভাব: ২০২৫ সাল থেকে বিশ্ববাজারে ডলারের প্রায় ৯ শতাংশ দরপতন হলেও বাংলাদেশের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশ ব্যাংক বাজার থেকে নিয়মিত ডলার কেনায় বর্তমানে দেশের বাজারে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রাখা হয়েছে।

এই বিভাগের আরো খবর