বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে মাদরাসাগুলোতে বিশেষ নির্দেশনা

তরুণকণ্ঠ অলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশের মাদরাসাগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

 

বুধবার (২৮ জানুয়ারি) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই নির্দেশনায় জানানো হয়, গণভোট বিষয়ে প্রচারণার দায়িত্ব পালন করবেন মাদরাসার প্রতিষ্ঠানপ্রধানরা। জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যানার, ফেস্টুন ও লিফলেট প্রদর্শন এবং বিতরণের মতো কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

চিঠিটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯ অনুযায়ী তথ্যসম্বলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদরাসার অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন সরবরাহকৃত ড্রপডাউন ব্যানারও শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, গণভোটের উদ্দেশ্য, সময়সূচি ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে মাদরাসা প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে গণভোট সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য উপস্থাপনের কথাও বলা হয়েছে।

 

এ ছাড়া শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার পর্যায়ে গণভোট সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। মাদরাসার ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডেও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রচারের নির্দেশনা রয়েছে।

 

এ নির্দেশনার অংশ হিসেবে সংযুক্ত দুটি লিফলেট জেলা প্রশাসকের কার্যালয় অথবা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে, অথবা এক পাতায় উভয় পাশে মুদ্রণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর