বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

ট্রাম্পের আইসিই অভিযান চাপে: প্রেট্টি হত্যায় ক্ষোভ তুঙ্গে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

ট্রাম্পের আইসিই অভিযানে চাপ বাড়ছে: মিনিয়াপোলিসে অ্যালেক্স প্রেট্টির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে

 

মিনিয়াপোলিস, ২৮ জানুয়ারি ২০২৬ – প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযান এখন বড় চাপের মুখে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেট্টির নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর ফলে প্রশাসনের কঠোর অবস্থান কিছুটা নরম হয়েছে এবং মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের সংখ্যা কমানোর প্রস্তুতি শুরু হয়েছে।

 

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে জানিয়েছেন, মঙ্গলবার থেকে শহরে ফেডারেল এজেন্টের উপস্থিতি কমাতে শুরু করবে প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই সপ্তাহে তাদের সংখ্যা কমাবে এবং সীমান্ত টহলের জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগরি বোভিনো মিনিয়াপোলিস ছেড়ে যাবেন বলে খবর পাওয়া গেছে। মেয়র ফ্রে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার টেলিফোন কথোপকথনে প্রেসিডেন্ট একমত হয়েছেন যে বর্তমান পরিস্থিতি চলতে পারে না।

 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট প্রেট্টির মৃত্যুকে “একটি ট্র্যাজেডি” বলে উল্লেখ করেছেন। উপদেষ্টা স্টিফেন মিলারের আগের মন্তব্য (প্রেট্টিকে “সম্ভাব্য হামলাকারী” বলা) থেকে তারা সরে এসেছেন। ট্রাম্প নিজে বলেছেন, প্রশাসন এই ঘটনা পর্যালোচনা করছে এবং সীমান্ত বিষয়ক প্রধান টম হোমানকে মিনেসোটায় পাঠানো হচ্ছে। মেয়র ফ্রে হোমানের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন বলে জানিয়েছেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটার গভর্নর টিম ওয়াল্‌জের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প কথোপকথনকে “ইতিবাচক” বলে বর্ণনা করেছেন এবং লিখেছেন, “এটা খুবই ভালো একটি কল ছিল, আমরা অনেকটাই একই তরঙ্গে ছিলাম।” গভর্নর ওয়াল্‌জের দপ্তর থেকে বলা হয়েছে, ট্রাম্প ফেডারেল এজেন্টের সংখ্যা কমানোর বিষয়টি বিবেচনা করতে এবং রাজ্যের সঙ্গে আরও সমন্বিতভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

 

এক ফেডারেল বিচারক মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের উপস্থিতি বৃদ্ধির বিষয়ে যুক্তিতর্ক শুনেছেন, তবে শিগগির রায় আসবে বলে আশা করা যাচ্ছে না। প্রেট্টির মৃত্যু নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তার হত্যাস্থলে ফুল, নোট ও মোমবাতির স্মৃতিসৌধ বড় হচ্ছে। রোববার রাতে বিক্ষোভে ফেডারেল এজেন্টরা রাসায়নিক ছুড়ে মারেন। কমিউনিটি ব্যান্ড ব্রাস সলিডারিটি গান গেয়ে প্রেট্টিকে সম্মান জানিয়েছে। বাসিন্দারা ফেডারেল এজেন্টদের কার্যকলাপ নথিভুক্ত করছেন এবং নির্বাসনের ভয়ে ঘরে থাকা পরিবারগুলোর জন্য খাবার ও সরঞ্জাম বিতরণ করছেন।

 

ওয়াশিংটনে এই ঘটনা রিপাবলিকানদের মধ্যেও প্রভাব ফেলেছে। হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু গারবারিনোসহ কয়েকজন রিপাবলিকান আইসিই ও সংশ্লিষ্ট সংস্থার নেতৃত্বের কাছ থেকে সাক্ষ্য চেয়েছেন। ডেমোক্র্যাটরা বলেছেন, সংস্কার ছাড়া ডিএইচএস-এর অর্থায়ন আটকে দেবেন। সরকার আংশিক বন্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

প্রেট্টির মৃত্যু মিনিয়াপোলিসের অভিবাসন নীতি ও ফেডারেল অভিযানের বিরুদ্ধে নতুন প্রতিবাদের ঢেউ তুলেছে। প্রশাসন এখন সমঝোতার পথ খুঁজছে, কিন্তু পরিস্থিতি এখনও অস্থির।

এই বিভাগের আরো খবর