বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগ্রহীত 

 

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা পতিত ফ্যাসিবাদের কৌশল অনুসরণ করে দুর্নীতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

 

মাহদী আমিন বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের সরকারের সময় ওই দলের দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। সে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা রাজনৈতিক দ্বিচারিতার শামিল বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর আগের সরকারের সময়কার দুর্নীতির সূচক বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। তবে ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় বিএনপি দেশকে একটি সম্মানজনক অবস্থানে রেখে গেছে বলেও দাবি করেন তিনি।

 

এ সময় মাহদী আমিন জানান, নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়া সতর্কবার্তাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরো খবর