বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

মেসি ও রোনালদোর পার্থক্য কী? জানালেন ডি মারিয়া

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। সম্প্রতি স্প্যানিশ দৈনিক এএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রোনালদো ছিলেন অসাধারণ পরিশ্রমী ও পেশাদারত্বের প্রতীক, আর মেসির প্রতিভা ছিল ঈশ্বরপ্রদত্ত – লকাররুমে খেয়েও মাঠে নেমে সেরাটা দেখিয়ে দিতেন।

 

ডি মারিয়া বলেন, “ক্রিশ্চিয়ানোর মতো পেশাদারত্ব আর কারো নেই। তার কাজের নেশা, দীর্ঘ সময় ধরে একই মান ধরে রাখার ক্ষমতা অসাধারণ। অন্যদিকে লিও – লকাররুমে খেয়েও মাঠে নেমে দেখিয়ে দিত যে তার প্রতিভা ঈশ্বরপ্রদত্ত।”

তিনি আরও যোগ করেন, রোনালদোর সময়টা মেসির যুগের সঙ্গে মিলে গিয়েছিল, তাই নিজেকে সেরা প্রমাণ করা তার জন্য আরও কঠিন ছিল। ডি মারিয়া নিজে দুজনের সঙ্গেই দীর্ঘদিন খেলেছেন – রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে, মেসির সঙ্গে আর্জেন্টাইন জাতীয় দলে।

 

এই সাক্ষাৎকারে ডি মারিয়া জাতীয় দল থেকে অবসরের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আগামী বিশ্বকাপ খেলার ইচ্ছা নেই, এমন না। কিন্তু আমি আমার চক্র পূরণ করেছি। যা চেয়েছি সব অর্জন করেছি। এখন নতুন প্রজন্মের সময়।” কাতার বিশ্বকাপের পরই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে সতীর্থদের অনুরোধে কোপা আমেরিকা খেলেন এবং জিতে নেন।

 

ক্যারিয়ারে ৩৭টি ট্রফি জিতে এখন রোজারিও সেন্ট্রালে খেলছেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে আবারও মেসি-রোনালদো তুলনার আলোচনা জাগিয়েছে। অনেকে বলছেন, দুজনেরই সেরা দিকই আলাদা – একজন প্রতিভার জাদুকর, অন্যজন পরিশ্রমের প্রতীক।

ডি মারিয়ার কথায়, দুজনেই অসাধারণ, কিন্তু পথটা ভিন্ন। এই তুলনা চিরকাল চলতেই থাকবে।

এই বিভাগের আরো খবর