বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিল ক্রীড়া মন্ত্রণালয়

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

নিরাপত্তাশঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর না করলেও শুটিং দলকে দিল্লি যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই সরকারি আদেশ জারি করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম এবং তাঁর সঙ্গে কোচ হিসেবে থাকবেন শারমিন আক্তার।

 

যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম জানিয়েছেন যে শুটিং দল খুব ছোট হওয়া এবং স্থানীয় আয়োজকদের নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ায় এই অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে শুটিং প্রতিযোগিতাটি ইনডোরে এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হয়, তাই এতে বড় কোনো নিরাপত্তাঝুঁকি নেই। বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে রবিউল ইসলাম বিশেষ সুবিধায় ভিসা ছাড়াই সাত দিন ভারতে থাকতে পারলেও কোচ শারমিন আক্তারকে ভিসার আবেদন করতে হবে।

 

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগামী ৩১ জানুয়ারি তাদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। শুটার রবিউল ইসলামের ইভেন্ট ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। খেলার সরঞ্জাম হিসেবে অস্ত্র ও গুলি বহন করতে হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমন্বয় করছে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর