বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

মধ্যরাতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬  

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হোস্টেল থেকে মিছিল নিয়ে বেরিয়ে তারা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে।

 

এর আগে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ দেয়। এই সুপারিশ প্রকাশের পর ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।

 

‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনকারীরা বলেছেন, দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে সব পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা বর্জন করা হবে।

 

এই আন্দোলনের ফলে তেজগাঁও এলাকায় রাতভর যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল, তবে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর